Site icon Jamuna Television

সিলেটে আতিয়া মহলে জঙ্গি হামলা মামলায় সব আসামি খালাস

জঙ্গিবিরোধী অভিযানের পর বিধ্বস্ত অবস্থায় আতিয়া মহল। ছবি: সংগৃহীত।

সিলেটের আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার রায়ে তিন আসামির সবাই খালাস পেয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মাদ নুরুল আমীন বিপ্লবের আদালত এ রায় দেন। রায়ে বলা হয়, আসামিরা এ ঘটনার সময় অন্য আরেকটি মামলায় চট্টগ্রাম কারাগারের বন্দি ছিলেন। তাই আদালত এ নির্দেশ দেন। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তায় ৩ আসামিকে আদালতে নেয়া হয়।

২০১৭ সালের ২৪ মার্চ আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় এক নারীসহ ৪ জনের মরদেহ। অভিযান চলাকালীন একটু দূরেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে র‍্যাবের গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও দুই পুলিশ কর্মকর্তাসহ ৭ জন নিহত হন। এ ঘটনায় মোগলাবাজার থানার এসআই অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৩ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই।

/এমএন

Exit mobile version