Site icon Jamuna Television

রুশ-ইউক্রেন সঙ্কট সমাধানের উপায় খুঁজতে বেইজিংয়ে ম্যাকরন

বেইজিংয়ে বিমান থেকে নামছেন ইম্যানুয়েল ম্যাকরন।

রুশ-ইউক্রেন সংকট সমাধানের উপায় খুঁজতে এবার চীন সফরে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।তিনদিনের সফরে বুধবার বেইজিং পৌঁছেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

ম্যাকরন জানান, রাশিয়ার প্রতি চীনের প্রচ্ছন্ন সমর্থনের বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে উদ্বেগ জানাবেন তিনি। বেইজিং মস্কোকে অস্ত্র দিলে তা মেনে নেয়া হবে না বলেও জানান ম্যাকরন। এছাড়া চীনের সাথে বাণিজ্যেক সম্পর্ক নিয়েও হবে আলোচনা।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েনও অংশ নেবেন বেইজিংয়ের বৈঠকে।

/এসএইচ

Exit mobile version