Site icon Jamuna Television

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এক লাখ টাকায় লুঙ্গি কিনলেন তাহসান

বঙ্গবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যার্থে ফান্ড সংগ্রহ করছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ। এরইমধ্যে এ তহবিলে অংশীদার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খান। জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।

বুধবার (৫ এপ্রিল) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে তাহসানের অংশগ্রহণের কথা জানিয়েছে বিদ্যানন্দ।

বিদ্যানন্দের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত ছবি।

বিদ্যানন্দ জানিয়েছে, অনেকে তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।

এ প্রসঙ্গে তাহসান বলেন, বঙ্গবাজারের কাপড়েই বড় হয়েছি। আর আজকে তাদের বিপদে একটা কাপড় কিনতে পারবো না?

বিদ্যানন্দ আরও জানিয়েছে, আমরা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করতে চাই। নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি এক্ষেত্রে মানুষের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাইছি।

/এসএইচ

Exit mobile version