Site icon Jamuna Television

বঙ্গবাজারে আগুন: তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বঙ্গবাজারে আগুনের ঘটনা অনুসন্ধানে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। আরও জানিয়েছেন, এই কমিটিতে সব সংস্থার প্রতিনিধি রাখা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি করণীয় সম্পর্কে মতামত দেবেন। রাজধানীর অন্যান্য মার্কেটগুলোকে ফায়ার সার্ভিসের নির্দেশনা মেনে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবাজারে একটি ১০ তলা ভবন হওয়ার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীরাই সময় চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন। সিটি করপোরেশন সেখানে একটি নিরাপদ মার্কেট তৈরি করবে বলেও জানান তিনি।

/এমএন

Exit mobile version