Site icon Jamuna Television

এমসিসি’র আজীবন সদস্য পদ পেলেন মাশরাফী

ছবি: সংগৃহীত

এমসিসি’র সম্মানসূচক আজীবন সদস্য পদ পেয়েছেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

এই প্রাপ্তিতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি বলেন, এমসিসি’র সম্মানসূচক আজীবন সদস্য পদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের।

পোস্টের শেষে তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমসিসি’র সদস্য পদ পেলেন মাশরাফী। এর আগে, বিসিবির সাবেক সহ সভাপতি প্রয়াত রাইসউদ্দিন আহমেদ ছিলেন এমসিসির সদস্য পদ পাওয়া প্রথম বাংলাদেশি। এরপর সদস্য পদ পান সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী। তারা দু’জন ছিলেন ক্রীড়া সংগঠক।

/এনএএস

Exit mobile version