Site icon Jamuna Television

রাজধানী থেকে ফাঁসির আসামি ধরল পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ এপ্রিল) সকাল নয়টার দিকে তাকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে আটক করা হয়। পরে বিকেলে ফিরিয়ে আনা হয় সাতক্ষীরায়।

দণ্ডপ্রাপ্ত পলাতক আব্দুল আজিজ (৫৪) সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার মৃত. এন্তাজ সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে। ১৯৯৭ সালের ২০ এপ্রিল বিকেলে আব্দুল আজিজের নিজ বাড়িতে স্ত্রী রেহেনাকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় হত্যা মামলায় ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর স্ত্রী হত্যার দায়ে তাকে ফাঁসির দণ্ড দেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম। ওই সময় থেকে তিনি পলাতক ছিলেন।

এটিএম/

Exit mobile version