Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে আবারও টর্নেডোর আঘাত, নিহত কমপক্ষে ৫

আবারও শক্তিশালী টর্নেডো আঘাত হানলো যুক্তরাষ্ট্রে। এবারের শিকার মিসৌরি ও ইলিনয় স্টেট। এ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, রাতভর বিভিন্ন এলাকায় আঘাত করে ১২টির বেশি টর্নেডো। বুধবার মিসৌরির দক্ষিণ-পূর্ব অংশে স্থানীয় সময় ভোররাতের দিকে তাণ্ডব চালায় টর্নেডো। বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি-স্থাপনা। উপড়ে পড়েছে অনেক গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা।

মিসৌরি অঙ্গরাজ্যের গভর্নর মাইক পারসন বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এতো বেশি হয়েছে, যা ঠিক হতে সময় কয়েক মাস লাগতে পারে। ইলিনয়েও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে টর্নেডো।

এর আগে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমে টর্নেডোর আঘাতে মৃত্যু হয় কমপক্ষে ৩২ জনের।

ইউএইচ/

Exit mobile version