Site icon Jamuna Television

পরশুদিন থেকে অস্থায়ীভাবে বঙ্গবাজার মার্কেট খুলে দেয়া হবে: সালমান এফ রহমান

পরশুদিন থেকে অস্থায়ীভাবে বঙ্গবাজার মার্কেট খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, সেই লক্ষ্যে আগামীকাল ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু করা হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বঙ্গবাজারে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী তার তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা বলেছেন। সেই লক্ষ্যে আগামী ৩-৪ দিনের মধ্যে তালিকা প্রস্তুত করা হবে। এছাড়া একটি একাউন্ট খোলা হয়েছে, যে কেউ চাইলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে সহায়তা করতে পারবেন।

তিনি বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ২৫ লাখ টাকা দিচ্ছে কুমিল্লার ব্যবসায়ীরা। ক্ষতি অনুযায়ী এই অর্থ দেয়া হবে। এক্ষেত্রে দোকান মালিকদের তালিকা এবং ব্যবসায়ীদের তালিকা আলাদা হবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version