চট্টগ্রামের বঙ্গবাজারখ্যাত জহুর হকার্স মার্কেটে ঈদের ভরা মৌসুমেও ব্যবসায় মন্দা। রমজান মাস অর্ধেক পেরুলেও আগের মতো ক্রেতার ঢল নেই। নিম্ন ও মধ্যবিত্তদের ভরসা হিসেবে পরিচিত এই মার্কেটে বেচাকেনা জমেনি এখনও। বিক্রেতারা বলছেন, এবার বেচাকেনা কম। এজন্য অর্থনৈতিক টানাপোড়েনের কথা বলছেন ক্রেতারা।
মূলত, তুলনামূলক কম দামে ভালো পোশাক পাওয়া যায় বলে চট্টগ্রামে নিম্ন ও মধ্যবিত্তদের অন্যতম ভরসা জহুর হকার্স মার্কেট। ঈদ উপলক্ষ্যে পোশাকের সমাহার ঘটালেও মন্দাভাবে হতাশ ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে অভিজাত শপিং মল বাদ দিয়ে হকার্স মার্কেট বা ফুটপাতই ভরসা অনেকের। কিন্তু সেখানেও দাম শুনে বিব্রত তারা।
/এমএন

