Site icon Jamuna Television

বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন নিক পোথাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক পোথাসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিক পোথাসকে নিয়োগের খবরটি বিসিবি নিশ্চিত করেছে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক দক্ষিণ আফ্রিকার ব্যাটার নিক পোথাস বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ৪৯ বছর বয়সী পোথাসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

কোচিংয়ে পোথাসের এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে কাজ করেছেন ২০১৮-২০১৯ পর্যন্ত। এছাড়া শ্রীলঙ্কার ফিল্ডিং কোচের ভূমিকায়ও কাজ করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে প্রথম শ্রেনির ক্রিকেট ও লিস্ট ‘এ’ মিলে ১৬ হাজারের বেশি রান করেছেন। জাতীয় দলের সহাকারী কোচ হতে আবেদন করেছিলেন স্থানীয় কয়েকজন। তবে তাদেরকে হটিয়ে বিসিবির চাকরি পাকা করলেন প্রোটিয়া সাবেক এই ক্রিকেটারকে।

/আরআইএম

Exit mobile version