Site icon Jamuna Television

নাটোরে রমজানকে ঘিরে লেবুর বাজারে জমজমাট বিকিকিনি

নাটোর করেসপন্ডেন্ট:

সারাবছর কেনাবেচা হলেও রমজানে লেবুর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় নাটোরে লেবুর বাম্পার ফলন হয়েছে। লেবু চাষে পাল্টে গেছে সেখানকার অনেকের ভাগ্য।

নাটোরের বাগরাম এলাকার লেবুর বাজারে দেখা মিলছে জমজমাট বেচাকেনার। সেখানকার চায়না থ্রি-জাতের লেবুর খ্যাতি দেশজুড়েই। তাই পাইকারদের ভিড় লেগেই আছে। সদরসহ ৭ উপজেলায় চাষ হয় লেবু। একদিকে আবাদের পদ্ধতি সহজ, সাথে খরচও কম। এতে দিন দিন বাড়ছে চাষাবাদ। ফলন বাড়ানোর পাশাপাশি ন্যায্যমূল্য পেতে কৃষকদের পরামর্শসহ সহযোগিতার আশ্বাস দিচ্ছে কৃষি অফিস। চলতি মৌসুমে নাটোরে ৩৭৮ হেক্টর জমিতে চায়না থ্রি জাতের লেবুর চাষ হয়েছে।

/এমএন

Exit mobile version