Site icon Jamuna Television

রেগে মোবাইল গিলে ফেললেন তরুণী

ছবি: সংগৃহীত

এক তরুণী তার ভাইয়ের সাথে ঝগড়ার পর রেগে গিয়ে আস্ত মোবাইল ফোন গিলে ফেলেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের ভিন্দ জেলায়। খবির আনন্দ বাজার পত্রিকা’র।

প্রতিবেদনে বলা হয়, বিষয়টি মেয়েটির পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত তাকে জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকদল সফলভাবে অস্ত্রোপচার করে মেয়েটির পেট থেকে মোবাইল ফোনটি বের করে।

গোয়ালিয়রের জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আর কে ধাকড় জানান, মেয়েটির পেট থেকে মোবাইল ফোন বের করা হয়েছে। মোবাইলটি গলা থেকে নেমে মেয়েটির পেটে পৌঁছে যায়। সে কারণে তিনি অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন।

চিকিৎসকরা বলেছেন, মানুষের গলা দিয়ে এত বড় জিনিস পেটে পৌঁছনোর ঘটনা এই প্রথম। তবে সফলভাবে অস্ত্রোপচার করায় মেয়েটির জীবন রক্ষা পেয়েছে।

/এনএএস

Exit mobile version