Site icon Jamuna Television

৮ মামলায় ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা বৃদ্ধি

৮ মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা বৃদ্ধি করেছে দেশটির উচ্চ আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) প্রধান বিচারপতি আমের ফারুকের নেতৃত্বে ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ এ জামিন আবেদনের শুনানি করেন। খবর এনডিটিভির।

এদিন জামিনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না, পিটিআই প্রধান ইমরান। তবে পরবর্তী শুনানির দিন আদালতে উপস্থিত হতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন আদালত।

এর আগে ১৮ মার্চ ইমরান খান বিচারিক আদালতে তোশখানা দুর্নীতির মামলায় হাজিরা দিতে গেলে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। এসময় নেতাকর্মীদের সাথে সংঘর্ষে আহত হন ২৫ নিরাপত্তাকর্মী।

এটিএম/

Exit mobile version