Site icon Jamuna Television

যৌনতা খুব সুন্দর বিষয়: পোপ ফ্রান্সিস

ঈশ্বরের দেয়া সুন্দর জিনিসগুলির মধ্যে যৌনতাকে সবচেয়ে সুন্দর বলে আখ্যা দিয়েছেন ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। বুধবার (৫ এপ্রিল) প্রকাশিত একটি ডকুমেন্টারিতে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

ডিজনির তৈরি এ ডকুমেন্টারির নাম “দ্য পোপ অ্যানসারস”। এসময় তাকে প্রশ্ন করা হয় নানা বিষয়ে। প্রশ্নগুলোর মধ্যে সমকামীদের অধিকার, যৌনতা, পর্ন ইন্ডাস্ট্রি এবং ক্যাথলিক চার্চের ভেতর যৌন হয়রানি ছিল অন্যতম।

ডকুমেন্টারিতে পোপ বলেন, যৌনতা ঈশ্বরের দেয়া সুন্দর জিনিসগুলির মধ্যে অন্যতম। তিনি বলেন, হস্তমৈথুন যৌনতার ইচ্ছাকে কমিয়ে দেয়। এসময় ফ্রান্সিসকে সমকামীদের সম্পর্কেও জিজ্ঞেস করা হয়। ইতিবাচক উত্তর দিয়ে তিনি জানান, তিনি এ সম্পর্কে জানেন। তিনি বলেন, ক্যাথলিক চার্চের উচিত সমকামীদের স্বাগত জানানো।

তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষ ঈশ্বরের সন্তান। তিনি কাউকে প্রত্যাখ্যান করেন না। ঈশ্বর হলেন পিতা। অতএব চার্চ থেকে কাউকে বহিষ্কার করার অধিকার আমার নেই।

গর্ভপাত সম্পর্কে পোপ বলেন, যেসব নারীরা গর্ভপাত ঘটান যাজকদের তাদের প্রতি ক্ষমাশীল হওয়া উচিত। তবে গর্ভপাতকে তিনি অগ্রহণযোগ্য বলেই উল্লেখ করেন।

এটিএম/

Exit mobile version