Site icon Jamuna Television

২০০ কোটি রুপি অর্থপাচার মামলায় আদালতে জ্যাকুলিন

বহুল আলোচিত ২০০ কোটি রুপি অর্থপাচার মামলার হাজিরা দিতে নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে উপস্থিত হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বুধবার (৫ এপ্রিল) তিনি আদালতে হাজিরা দেন বলে জানান তিনি।

জানা গেছে, এই মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখর ও অন্যদের বিরুদ্ধে অর্থপাচারের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তদন্ত সংস্থায় হাজির হতে হয়েছে অভিনেত্রীকে। এক প্রতিবেদনে জানা যায়, একই মামলায় সুকেশ ও জ্যাকুলিনের বিরুদ্ধে একটি সম্পূরক অভিযোগ দায়ের করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মামলার পরবর্তী শুনানি হবে ১৮ এপ্রিল।

এই অর্থপাচার মামলায় সুকেশ ও জড়িত অন্যদের মধ্যে অন্যতম অভিযুক্ত হলেন জ্যাকুলিন। ২০২১ সালে সুকেশ, তার স্ত্রী লীনাসহ ২৪ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের অপরাধ শাখা। এরপর গত বছরের ১৭ আগস্ট সুকেশের সঙ্গে জ্যাকুলিনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দেয় ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরে ১৫ নভেম্বর এই মামলায় জামিন পান অভিনেত্রী।

এসজেড/

Exit mobile version