Site icon Jamuna Television

ফের চেলসির কোচের দায়িত্বে ল্যাম্পার্ড

চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ১৯ মাস আগে বাজে পারফরমেন্সের জেরে তাকে বহিষ্কার করেছিল ক্লাবটি।

মৌসুমজুড়ে ধুকতে থাকা চেলসি সম্প্রতি কোচ গ্রাহাম পটারকে বরখাস্ত করেছে। তার অধীনে লিগ টেবিলের ১১ নম্বর অবস্থানে চলে যায় ক্লাবটি। তাই তাকে মৌসুমের মাঝপথেই বিদায় করে দেয় চেলসি। তার পরিবর্তে এখন ডাগআউট সামলাবেন ফ্যাঙ্ক ল্যাম্পার্ড। এর আগে প্রথম দফায় ১৯ মাস ব্লুজদের কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০২১ সালে তাকে ছাঁটাই করে চেলসি। পরবর্তীতে ২০২২ সালের জানুয়ারিতে এভারটনের দায়িত্ব নেন তিনি। কিন্তু গেলো জানুয়ারিতে এভারটন থেকেও বরখাস্ত হন ল্যাম্পার্ড।

/এমএন

Exit mobile version