Site icon Jamuna Television

এখনও উত্তাল ফ্রান্স; ধর্মঘট-অগ্নিসংযোগের মধ্যেই গ্রেফতার অর্ধশতাধিক

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

‘অবসরের বয়সসীমা বৃদ্ধির’ প্রস্তাব বাতিলের দাবিতে এখনও বিক্ষোভে উত্তাল ফ্রান্স। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীসহ দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোয় প্রতিবাদ জানান ক্ষুব্ধ ফরাসিরা। খবর আলজাজিরার।

জানা গেছে, ট্রেড ইউনিয়নের ডাকা জাতীয় ধর্মঘটে সাড়া দেয় প্যারিস, লিঁয়, নান্তেসের মতো শহরগুলো। বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান ও পরিশোধনাগার। স্বাভাবিকভাবেই বন্ধ ছিল ট্রেন ও বিমান চলাচল। সড়ক অবরোধ করে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোয় জ্বালাও-পোড়াও কর্মসূচিতে নামেন ক্ষুব্ধ ফরাসিরা। রাস্তা থেকে তাদের হঠাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। এ সময় আটক করা হয় অন্তত অর্ধ-শতাধিক আন্দোলনকারীকে।

এর আগে, গত জানুয়ারিতে অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ করার প্রস্তাব দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন। তার দাবি, এতে বাজেট কাটছাটে সুবিধা পাবে ফ্রান্স সরকার। যা মানতে নারাজ দেশটির সাধারণ জনতা ও বিরোধী দলগুলো। এরইমধ্যে সংবিধানের আশ্রয় নিয়ে পার্লামেন্টের ভোট এড়িয়ে আইনটি পাসের বন্দোবস্ত করেছে সরকার। যার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ১৪ এপ্রিল।

/এসএইচ

Exit mobile version