Site icon Jamuna Television

জাপানে বার্ড ফ্লুতে মৃত প্রায় ১ কোটি ৭০ লাখ মুরগি পুঁতে ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

জাপানে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। রোগটি এতই দ্রুত ছড়াচ্ছে যে দেশটির অনেক অঞ্চলে মিলছে না বিপুল পরিমাণ মৃত মুরগি পুঁতে ফেলার জায়গা। খবর সিএনএনের।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের প্রতিবেদন অনুযায়ী, এরমধ্যেই বার্ড ফ্লু তে মারা গেছে রেকর্ড প্রায় ১ কোটি ৭০ লাখ মুরগি। এমন পরিস্থিতিতে বেড়েছে ডিম ও মুরগির দাম।

বার্ড ফ্লু’র সংক্রমণ রোধে খামার মালিকদের আক্রান্ত মুরগি পুঁতে ফেলার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে দেখা দিয়েছে স্থান সংকট।

প্রসঙ্গত, গত কয়েক মাসে জাপানের ২৬টি প্রদেশে দেখা দেয় বার্ড ফ্লুর প্রকোপ। এর মধ্যে ১৬টি প্রদেশের অবস্থা উদ্বেগজনক বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version