Site icon Jamuna Television

বঙ্গবাজারে এখনও মাঝেমধ্যে দেখা মিলছে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি, সরানো হচ্ছে ধংসস্তুপ

বঙ্গবাজারের ধ্বংসস্তূপের নিচে এখনও মাঝেমধ্যেই আগুন ও ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। এরইমধ্যে ধংসস্তুপ সরানোর কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে যেখানে আগুন বা ধোঁয়া দেখা যাচ্ছে, সেখানে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, সাহায্য লাগবে না, পুনর্বাসন চান তারা। দ্রুত দোকান করে দিতে সরকারের কাছে দাবি তাদের।

ব্যবসায়ীরা আরও বলেন, ঈদের আগে অস্থায়ীভাবে বসতে পারলে কিছুটা হলেও উপকার হবে। ক্ষতি পুষিয়ে উঠতে ব্যাংক ঋণসহ সরকারের নীতি সহায়তার দিকে তাকিয়ে আছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা।

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিবন্ধনের কাজ চলছে। এরমধ্যেই বিক্রির জন্য রাস্তায় জামা-কাপড় নিয়ে বসে গেছেন অনেকে।

/এমএন

Exit mobile version