Site icon Jamuna Television

রামুতে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ২

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের রামুতে মিনিট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (৭ এপ্রিলও) সকাল ৭টায় রামুর খুনিয়াপালংয়ের ভরাব্রিজ এলাকার কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক। তবে হতাহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান আব্দুল হক বলেন, শুক্রবার সকালে কক্সবাজারমুখী অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং ২ জন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়।

এরইমধ্যে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানান এ ইউপি চেয়ারম্যান।

/এসএইচ

Exit mobile version