Site icon Jamuna Television

রেকর্ড মুনাফা কমেছে স্যামসাংয়ের

গত ১৪ বছরের মধ্যে এবার রেকর্ড মুনাফা কমেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের। চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৪ ট্রিলিয়ন স্থানীয় মুদ্রা থেকে পরিচালনা মুনাফা নেমেছে ৬০০ বিলিয়নে। মুনাফা কমার পরিমাণ প্রায় ৯৬ শতাংশ।

অব্যাহত লোকসান ঠেকাতে ‘মেমোরি চিপ’ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। কর্তৃপক্ষ জানায়, করোনার পর থেকেই মেমোরি চিপের চাহিদা কমতে শুরু করেছে। অর্থনৈতিক মন্দায় তাতে বড় ধরনের ধাক্কা লাগে।

করোনাকালে প্রযুক্তি পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায়, প্রতিষ্ঠানটি আয় বাড়ে। তবে কোভিড পরবর্তী মূল্যস্ফীতির কারণে চাহিদা কমায় স্মার্টফোন ও কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো উৎপাদন কমিয়ে দেয়। এতে আন্তর্জাতিক বাজারে কমেছে চিপের চাহিদা। এদিকে, মেমোরি চিপের উৎপাদন কমোনোর ঘোষণায় স্যামসংয়ের শেয়ারে দর ৪ শতাংশ বেড়েছে।

এসজেড/

Exit mobile version