Site icon Jamuna Television

৩২০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

মুমিনুল হক  ও মাহমুদুল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরি সত্ত্বেও পচেফস্ট্রুম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩২০ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলোঅন এড়ালেও দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৭৬ পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেছে মুশফিকুর রহিমের দল।

শনিবার, ৩ উইকেটে ১২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ২২ রানে দিন শুরু করা তামিম ইকবাল সাবলীল ব্যাটিং করছিলেন। কিন্তু ৩৯ রানে পেহেলুকোয়াইয়োর বলে প্রোটিয়া উইকেটকিপার ডি ককের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তামিম। ভেঙে যায় মুমিনুলের সাথে গড়ে ওঠা ৫৫ রানের জুটি।

এরপর, মাহমুদুল্লাহকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন মুমিনুল। ক্যারিয়ারের ১২তম হাফসেঞ্চুরি তুলে ৭৭ রানে মাহারাজের শিকার হন তিনি। আর, ১৪-তম হাফ সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ ৬৬ রানে ফিরে যান মরকেলের শিকার হয়ে। এছাড়া সাব্বির করেন ৩০ রান।

ফলোঅন এড়ালেও ২৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩২০ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।

দিনশেষে, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ২৩০ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসের ১৭৬ রানের লিডের  সাথে দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ৫৪ রান যোগ করে তৃতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version