Site icon Jamuna Television

লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ১ বছরের শিশুর

ঝিনাইদহ প্রতিনিধি:

অবৈধ লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ১ বছরের শিশু আমেনা খাতুন তন্নির। শুক্রবার (৭ এপ্রিল) ঘটনাটি ঘটে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামে। তন্নি একই গ্রামের বড় মনির মেয়ে।

স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে শিশুটির মা রাস্তার ধারে বসিয়ে রেখে পাশের ভুট্টা খেতে কাজ করছিলেন। এসময় পাশের গ্রামের এক ব্যক্তি অবৈধযান লাটাহাম্বা নিয়ে ভুট্টা টানার জন্য মাঠে যাচ্ছিল। অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাচ্চাটির মাথার উপর তুলে দিলে ঘটনাস্থলেই বাচ্চাটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পঠানো হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। তবে উভয় পক্ষের সমঝোতার প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এটিএম/

Exit mobile version