Site icon Jamuna Television

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (৩) না‌মে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। শিশু জুনায়েদ হোসেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খইড়া গ্রামের শাকিল হোসেনের ছে‌লে।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বহরপু‌রের আড়কান্দি আখ সেন্টার এলাকায় এই ঘটনা ঘ‌টে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদের বাবা সাপুড়ে। জীবিকার প্রয়োজনে তারা বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করে। মাসখানেক আগে একদল সাপুড়ে বালিয়াকান্দিতে আসে। তখন থেকে তারা আড়কান্দি আখ সেন্টারের পাশে তাবু টাঙিয়ে বসবাস শুরু করে। তারা আশেপাশের এলাকায় সাপ ধরে ও তাবিজ বিক্রি করে। শুক্রবার দুপুর দেড়টার দিকে জুনায়েদ সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। প‌রে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হ‌য়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহানা তাসনিম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই শিশুটি মারা গেছে।

এসআই/

Exit mobile version