Site icon Jamuna Television

সাফজয়ীদের এখনও টাকা দেননি বাফুফের সিনিয়র সহ-সভাপতি মুর্শেদি

সাফ জয়ী নারীদের জন্য ঘোষিত অর্থ সবাই দিয়ে দিলেও এখনও দেননি বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি। এই বিষয়ে যমুনা টেলিভিশন থেকে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

৬ মাস আগে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস তৈরি করা নারী ফুটবল দল উদযাপন করেছিল খোলা বাসে চড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে অনেকেই এই নারী দলকে পুরস্কৃত করার অঙ্গীকার করেছিলেন। সেটি ফলাও করে প্রচার করা হয়েছিল গণমাধ্যমেও। প্রধানমন্ত্রী নারী দলকে ডেকে নিয়ে পুরস্কৃত করেছেন।

অন্যরাও আয়োজনের মধ্য দিয়ে অর্থ তুলে দিয়েছেন নারীদের হাতে। নানা আলোচনা-সমালোচনা হলেও সবশেষ বিসিবি থেকে নারী দলের অর্থ বুঝে নিয়েছে বাফুফে। কিন্তু এখনও ফুটবলারদের হাতে টাকা তুলে দিতে পারেননি খোদ বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

/আরআইএম

Exit mobile version