Site icon Jamuna Television

প্রভাবশালীর তালিকায় মেসিকে টপকে শীর্ষে শাহরুখ

বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিন থেকে প্রকাশ করা হয়েছে, ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকা। যা তৈরি করা হয়েছে পাঠকদের ভোটে। এই তালিকায় সবাইকে ছাড়িয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর তালিকায় ৫ নম্বরে অবস্থান করছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। খবর খালিজ টাইমস’র।

টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটে মোট ১২ লাখ পাঠক অংশ নিয়েছেন। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি, ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির মতো ব্যক্তিকে।

এ তালিকায় রয়েছেন মেটা-র সিইও মার্ক জাকারবার্গ, ক্রীড়া তারকা সেরেনা উইলিয়ামস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দি সিলভা, অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োহ’র মতো ব্যক্তিরা। আগামী ১৩ এপ্রিল ‘টাইম ১০০’র পুরো তালিকাটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে ম্যাগাজিনটি।

এটিএম/

Exit mobile version