Site icon Jamuna Television

২০টি লটারি কিনে সবকটিতেই জিতলেন

ছবি: সংগৃহীত

লটারির ২০টি টিকিট কিনে সবকটিতেই জিতে এক লাখ ডলার পেয়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। খবর ফক্স নিউজ’র।

লটারির আয়োজকরা বলেন, ফেকরু হিপ্রো নামের ওই ব্যক্তি এর আগে কখনো লটারিতে অংশ নেননি। কিন্তু এবার তিনি টিকিটগুলো কিনেছিলেন।

লটারি জেতার পর ফেকরু হিপ্রো সাংবাদিকদের বলেন, তিনি কখনোই ভাবেননি যে লটারি জিতবেন।

লটারির টাকা নিয়ে ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে হিপ্রো বলেন, আমি এই টাকা দিয়ে কী করবো এখনো কিছুই ভাবিনি।

/এনএএস

Exit mobile version