Site icon Jamuna Television

ইফতারের সময় মারা গেলেন খেলাফত মজলিসের আমীর

ছবি: সংগৃহীত

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

ইসলামি দল খেলাফত মজলিসের আমীর মাওলানা জোবায়ের আহমেদ চৌধুরী নারায়ণগঞ্জে ইফতার মাহফিলে গিয়ে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে শহরের জামতলা এলাকায় হীরা কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন তিনি। মাহফিল শেষে তিনি ইফতার শুরু করলে অসুস্থ হয়ে পড়েন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে শহরের বালুর মাঠ এলাকায় ইসলাম হার্ট সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা তাকে মৃত ঘোষণা করেন।

ইসিজি রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ জানান, মাওলানা জোবায়ের আহমেদ চৌধুরী দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে তার পরিবারকে জানানো হয়েছে। মৃত্যুর পর মরদেহ মাসদাইর ছোট কবরস্থানে নিয়ে গোসল করানো হয়। সেখান থেকে জেলা ও মহানগর কার্যালয়ে নেয়া হয়। পরবর্তীতে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে মরদেহ নিয়ে রওনা দেন নেতা কর্মীরা।

/এনএএস

Exit mobile version