Site icon Jamuna Television

এশিয়ার হাত ধরে চাঙ্গা হবে বৈশ্বিক অর্থনীতি: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক

বৈশ্বিক অর্থনীতি আবারও চাঙ্গা হয়ে উঠবে এশিয়ার হাত ধরে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পর্যবেক্ষণে উঠে এসেছে এমন চিত্র। অর্থনীতিবিদরা বলছেন, জিরো কোভিড নীতি তুলে চীনের বাণিজ্যখাত পুনরায় সচল করায় পরিবর্তন আসবে গোটা অঞ্চলে। যার সুবাদে গোটা বিশ্বের অর্থনীতিতেই আসবে ইতিবাচক পরিবর্তন। খবর সিসিটিভির।

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মাঝেই পুরো এশিয়ার জন্য আশার বার্তা দিলেন বিশেষজ্ঞরা। বলছেন, চলতি বছর অঞ্চলটির অর্থনীতিতে উল্লেখযোগ্য হারে বাড়বে প্রবৃদ্ধি। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে উত্তরণে এশিয়া কাজ করবে মূল চালিকাশক্তি হিসেবে।

এ বিষয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আলবার্ট পার্ক বলেন, চীন পুরোপুরি লকডাউন খুলে দেয়ার ফলে দেশটির অর্থনীতিক উন্নতি গত বছরের তুলনায় আরও ত্বরান্বিত হবে। এর সাথে তাল মিলিয়ে তাদের সাথে যুক্ত দেশগুলোও আরও এগিয়ে যাবে। ডিসেম্বরে জিরো কোভিড নীতি তুলে নেয়ার পর দেখা গেছে মাত্র চার মাসেই দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি মহামারি আগের সময়ের চেয়ে ছাড়িয়ে গেছে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে, জিরো কোভিড নীতি তুলে নেয়ার পর চার মাসের ব্যবধানে চীন তথা গোটা এশিয়াতেই অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। গেল বছর এশিয়ার মোট জিডিপি ছিল চার দশমিক দুই শতাংশ। চলতি বছর তা বেড়ে চার দশমিক আট শতাংশে উন্নীত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এশিয়ার অর্থনৈতিক উন্নতির জন্য চীনের পাশাপাশি ভারতের অর্থনীতিকেও গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা। বলছেন, মহামারি কাটিয়ে ফের চাঙ্গা হয়ে উঠবে দিল্লি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও পড়বে এর ইতিবাচক প্রভাব। প্রত্যাশা, আগামী বছরও অব্যাহত থাকবে এই প্রবৃদ্ধির ধারা।

বিপরীত চিত্র দেখা যাবে পাকিস্তান, শ্রীলঙ্কার মতো চরম সংকটে থাকা দেশগুলো ক্ষেত্রে। তাদের প্রবৃদ্ধি ধীরগতির হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।

এটিএম/

Exit mobile version