Site icon Jamuna Television

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের জেরে উত্তেজনা চরমে

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের জেরে চরমে পৌঁছেছে উত্তেজনা। লেবানন ও গাজায় ইহুদি বাহিনীর বোমাবর্ষণের পর তেল আবিব ও দখলকৃত পশ্চিম তীরে ঘটেছে হামলার ঘটনা। খবর রয়টার্সের।

শুক্রবার (৭ এপ্রিল) তেল আবিবে এক গাড়িতে হামলায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছে আরও ৫ জন। হতাহতরা সবাই পর্যটক ছিলেন বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইতালি ও যুক্তরাজ্যের নাগরিক তারা। পুলিশের গুলিতে মারা গেছে হামলাকারী।

অন্যদিকে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি হামরায় এক গাড়িতে হামলায় মৃত্যু হয়েছে দু’ বোনের। তারা ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে তাদের মা। হামলাকারী দু’জন বলে ধারণা তেল আবিবের। আটকের চেষ্টায় চলছে তল্লাশি।

জেরুজালেমে গত কয়েকদিন ধরে পবিত্র আল আকসা মসজিদে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলা চালাচ্ছে ইবাদতরত মুসল্লিদের ওপর। প্রতিবাদে লেবানন ও গাজা থেকে ছোঁড়া হয় রকেট। দুই অঞ্চলেই বিমান হামলা চালায় ইসরায়েল।

এটিএম/

Exit mobile version