Site icon Jamuna Television

আবারও পানির নিচে চলতে সক্ষম পারমাণবিক ড্রোনের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আবারও পানির নিচে হামলায় সক্ষম ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার (৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ৪ থেকে ৭ এপ্রিলের মধ্যে চালানো হয়েছে পরীক্ষা। খবর রয়টার্সের।

সমুদ্র তলদেশে ১ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে পারমাণবিক আন্ডারওয়াটার ড্রোন। জাহাজ এবং সাবমেরিনে হামলা চালাতে পারে নতুন ধরণের এই ড্রোন। যা সমুদ্রের গভীরে বিস্ফোরিত হয়ে ছড়াতে পারে তেজস্ক্রিয় সুনামি। ধ্বংস করতে পারে শত্রুর জাহাজ ও বন্দর।

বলা হয়, সমুদ্রের প্রায় ৫শ ফুট গভীরে গিয়ে আঘাত হানে পারমাণবিক আন্ডারওয়াটার ড্রোন। দু’সপ্তাহ আগে চালানো পরীক্ষায় বিস্ফোরণের আগে ৫৯ ঘণ্টার বেশি সময় পানির নিচে চলাচল করে নতুন ধরণের এই ড্রোনটি। গেলো বছর রেকর্ড সংখ্যক সমরাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। যা অব্যাহত রয়েছে চলতি বছরও। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ মহড়ার জেরে সম্প্রতি উত্তেজনা বেড়েছে অঞ্চলটিতে।

এটিএম/

Exit mobile version