Site icon Jamuna Television

মেক্সিকোতে পুড়ে ছাই বিশ্বের অন্যতম বৃহৎ পাইকারি বাজারের একাংশ

মেক্সিকোতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বাজারের একাংশ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এপির।

মেক্সিকো সিটিতে অবস্থিত মার্কেটটিতে বৃহস্পতিবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় লাগে আগুন। কয়েক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।

কর্তৃপক্ষ জানায়, একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অবশ্য শুক্রবার বাজারের অন্যান্য অংশের দোকানপাটের বেচাকেনা যথারীতি চলবে। রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকায় অবস্থিত বাজারটি প্রায় আটশো একর এলাকাজুড়ে বিস্তৃত। বাজারের একাংশ পুড়ে যাওয়ার কারণে হাহাকার ব্যবসায়ীদের মধ্যে।

এসজেড/

Exit mobile version