Site icon Jamuna Television

মার্কিন নাগরিক হিসেবে শপথ নিলেন মেলানিয়া ট্রাম্পের বাবা-মা

মার্কিন নাগরিক হিসেবে শপথ গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের বাবা-মা। গত বৃহস্পতিবার নিউইয়র্কে অ্যাটর্নির কাছে শপথ নেন তারা।

মেলানিয়ার বাবা-মা নাগরিকত্ব পেতে প্রয়োজনীয় সকল ধাপই নিয়ম অনুযায়ী পালন করেছেন বলে জানিয়েছেন মেলানিয়ার বাবার আইনজীবি।

তিনি জানান, কোনো বিশেষ সুবিধা নেননি তারা। স্পন্সর হিসেবে কাজ করেছেন মেলানিয়া। ১৯৯৬ সালে মডেল হবার ইচ্ছা নিয়ে স্লোভেনিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসেন মেলানিয়া। ২০০৬ সালে মার্কিন নাগরিকত্ব পেয়েছিলেন তিনি।

Exit mobile version