Site icon Jamuna Television

নির্বাচনে কে আসবে কিংবা আসবে না, সে দায়িত্ব সরকারের নয়: সংসদে তথ্যমন্ত্রী

নির্বাচনে কে আসবে আর কে আসবে না সেই দায়িত্ব সরকারের নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। এ সময় কথা বলেন অন্যান্য সংসদ সদস্যরাও।

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আজ বিশেষ অধিবেশন রাখা হয়েছে। সেখানে সংসদ সদস্যরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন। তারা বলেন, সংসদকে কার্যকর করতে হলে জনমানুষের কথা তুলে ধরতে হবে। তবেই সংসদীয় গণতন্ত্র অর্থবহ হবে।

তারা বলেন, তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধিদের কথায় কিছু আসবে যাবে না। সংসদকে গণতন্ত্রের কেন্দ্রবিন্দু করতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেও জানান সংসদ সদস্যরা।

এসজেড/

Exit mobile version