Site icon Jamuna Television

চ্যাটজিপিটি শিখিয়ে তিন মাসে যুবকের আয় ৩৭ লাখ টাকা!

ছবি : সংগৃহীত

চ্যাটজিপিটির ব্যবহার শিখিয়ে মাত্র তিন মাসে ৩৫ হাজার ডলার আয় করেছেন ২৩ বছরের এক মার্কিন যুবক। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ টাকা। যুক্তরাষ্ট্রের বাসিন্দা ওই যুবকের নাম ল্যান্স জাঙ্ক। খবর ইয়াহু ফিন্যান্সের।

খবরে বলা হয়েছে, চ্যাটবটটি যখন চালু হয়, তখন থেকেই এটি ব্যবহার করতে শুরু করেন ল্যান্স জাঙ্ক। প্রাথমিকভাবে চ্যাটবটটির স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নের উত্তর দেয়া দেখে তিনি মুগ্ধ হন। তখনই চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার শেখাতে একটি অনলাইন কোর্স চালুর সিদ্ধান্ত নেন তিনি। কোর্সের নাম দেন ‘চ্যাটজিপিটি মাস্টারক্লাস: অ্যা কমপ্লিট চ্যাটজিপিটি গাইড ফর বিগিনার্স’।

ল্যান্স জাঙ্ক জানান, কোর্সটি চালুর পর মাত্র তিন মাসের মধ্যে সারা বিশ্ব থেকে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন।

জাঙ্ক আরও জানান, তার কোর্সে চ্যাটজিপিটি ব্যবহারের কৌশল শেখার পাশাপাশি চ্যাটজিপিটির মাধ্যমে বিভিন্ন কাজ করারও সুযোগ মিলে থাকে। ফলে বিভিন্ন দেশের ব্যবসায়ী, শিক্ষার্থী ও প্রোগ্রামাররা অনলাইনে এই প্রশিক্ষণ নেন। ফলে ২০ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরাও এ প্রশিক্ষণ নিয়েছেন। তবে কোর্সে অংশ নেয়া অধিকাংশ শিক্ষার্থীই ছিলেন যুক্তরাষ্ট্রের।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ বাজারে আনে। এরপরই তা নিয়ে প্রযুক্তি অঙ্গনে হইচই পড়ে যায়।

এএআর/

Exit mobile version