Site icon Jamuna Television

বঙ্গবাজারে আগুন: সহায়তা তহ‌বিলে যাবে ভোক্তা অধিদফতরের ১ দিনের বেতন

ফাইল ছবি

রাজধানীর বঙ্গবাজার আগুনে ক্ষ‌তিগ্রস্ত ব্যবসায়ী‌দের সহযো‌গিতায় হাত বাড়িয়ে দিয়েছে সরকারি তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন দেয়া হবে বলে।

শনিবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

এর আগে, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে এই মার্কেটে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো মার্কেটটি। দোকান মালিক সমিতি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন।

ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

/এনএএস

Exit mobile version