Site icon Jamuna Television

ঈদে ‘হোটেল রিল্যাক্স’ নিয়ে আসছেন অমি

পরিচালক কাজল আরেফিন অমি'র ফেসবুক পেজ থেকে নেয়া ছবি।

মারিয়া হোসেন:

ক্রাইম, থ্রিলার-সাসপেন্স কিংবা নৃশংস গল্প দেখতে দেখতে হাঁপিয়ে ওঠা ওটিটি দর্শকদের পরিপূর্ণ বিনোদন নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে আসছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত পরিচালক কাজল আরেফিন অমি।

জানা গেছে, আসন্ন ঈদে দেশীয় একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত নতুন এ সিরিজ।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মুক্তি পেয়েছে ‘হোটেল রিল্যাক্স’ এর ফার্স্ট লুক। যেখানে দেখা গেছে চিত্রনায়িকা পূর্ণিমা, পলাশ, মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলক, শিমুল শর্মা, লামিমাসহ আরও অনেককে। প্রত্যেকের আলাদা আলাদা চরিত্রে ভর করে হাজির হওয়া পোস্টারটি প্রকাশের পরেই নজর কেড়েছে। যা আগ্রহ বাড়িয়েছে নেটিজনদের।

প্রসঙ্গত, সিরিজটিতে একটি অতিথি চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে। অন্যান্য চরিত্রে অভিনয় করা প্রত্যেকেই জনপ্রিয় টিভি ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টর সদস্য বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version