Site icon Jamuna Television

দেশের বিভিন্ন স্থান থেকে ৩ মরদেহ উদ্ধার

দেশের জয়পুরহাট, ঢাকা জেলার ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজন জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী, আরেকজন গ্রাম পুলিশ।

আজ শুক্রবার সকালে জয়পুরহাট সদরের কুজি শহর এলাকা থেকে মাহাতাব নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাহাতাব জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, গতকাল সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি মাহাতাব। সকালে সড়কের পাশে একটি গাছে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এটি হত্যা না আত্মহত্যা তা প্রাথমিকভাবে নিশ্চিত নয় পুলিশ।

এদিকে, ধামরাইয়ের সুয়াপুর এলাকায় নিজ বাড়ি থেকে এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার হয়েছে।

অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে অজ্ঞাত আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version