Site icon Jamuna Television

রাজধানীতে ক্লাব থেকে মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাবের ভিতর থেকে স্বপন চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মতিঝিলের ৫৮/১ মগারগল্লি আরামবাগ এলাকার আকন চৌধুরীর ছেলে বলে জানা গেছে।

শনিবার (৮ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক হাসান মিয়া বলেন, আমরা মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাবের লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ক্লাবের সিঁড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি ১১ বছর ধরে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে কাজ করতেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এএআর/

Exit mobile version