Site icon Jamuna Television

হিজাব পরা নিয়ে নজরদারি বাড়াতে রাস্তায় সিসি ক্যামেরা বসাচ্ছে ইরান

নারীদের হিজাব পরার বিষয়টি নজরদারিতে এবার আরও এক নতুন উদ্যোগ নিয়েছে ইরান সরকার। রাস্তাঘাটে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শনিবার (৮ এপ্রিল) একথা জানায় দেশটির পুলিশ বিভাগ। খবর মিডল ইস্ট আইয়ের।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে পুলিশ প্রধান বলেন, আইন ভঙ্গ করলে কোনো ছাড় দেয়া হবে না। ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে তাদের। হিজাব ভালোভাবে না পরলে শুরুতে সতর্কতামূলক বার্তা পাঠানো হবে তাদের কাছে। পরবর্তীতে একই আচরণ করলে আইনি পদক্ষেপ নেয়া হবে। হিজাব আইন সুরক্ষায় কড়াকড়ির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে হিজাব ইস্যুতে আটকের পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় কুর্দি তরুণী মাহশা আমিনির। এরপর ইরান জুড়ে ছড়ায় উত্তেজনা। পোশাকের স্বাধীনতার দাবিতে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল হয় দেশটি। প্রতিবাদ ছড়ায় অন্যান্য দেশেও। এর জেরে নৈতিকতা বিষয়ক পুলিশ বাতিল করা হলেও বহাল থাকে কঠোর হিজাব আইন।

এসজেড/

Exit mobile version