Site icon Jamuna Television

তৃতীয় দিনের মতো অনলাইনে চলছে রেলের অগ্রিম টিকিট বিক্রি

সামনেই ঈদ। তবে চিরচেনা ভিড় নেই কমলাপুরের টিকিট কাউন্টারে। দীর্ঘ লাইন, মানুষের ভোগান্তি এসব ছিল ঈদ মৌসুমের অত্যন্ত স্বাভাবিক দৃশ্য। তবে এবারই প্রথম রেলের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। রোববার (৯ এপ্রিল) তৃতীয় দিনের মতো চলছে রেলের অগ্রিম টিকিট বিক্রি। তাই কমলাপুর টিকিট কাউন্টারের সামনে নেই কোনো ভিড়।

রোববার অনলাইনে বিক্রি হচ্ছে ১৯ এপ্রিলের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকেই শুরু হয়েছে টিকিট বিক্রি। মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে সেসব। তবে সার্ভার জটিলতা আজ সকালে কিছুটা কম দেখা যাচ্ছে বলে জানা গেছে। প্রতিদিনের মতো আজও ২৫ হাজার ৭৭৮টি টিকিট দেয়া হবে অনলাইনে।

অনলাইনে টিকিট বিক্রি হলেও অনেকেই টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্টেশন ম্যানেজার বলছেন, ট্রেনের আসন সংখ্যা খুবই সীমিত। চাইলেও বেশি টিকিট দেয়া সম্ভব নয়। প্রতিদিন যত টিকিট বিক্রি হচ্ছে, তার তালিকা কমলাপুর রেলস্টেশনের নোটিশবোর্ডে প্রদর্শন করা হচ্ছে। মানুষের মধ্যে যাতে এ নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে তা নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।

এসজেড/

Exit mobile version