Site icon Jamuna Television

স্ত্রীর অশ্লীল ভিডিও বানিয়েছেন আদনান! অভিযোগ ভাইয়ের

বেশ কিছুদিন ধরেই গায়ক আদনান সামিকে নিয়ে চলছে আলোচনা। হঠাৎ ভাই জুনায়েদ তাকে নিয়ে ফাটাচ্ছেন বোমা। ভাই আদনানকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন জুনায়েদ। সেখানে দাবি করেন, আদনান তার দ্বিতীয় স্ত্রী সাবাহর অশ্লীল ভিডিও বানিয়েছেন। খবর আনন্দবাজারের।

জুনায়েদ আরও জানান, আদনান ইংল্যান্ডে পড়তে গিয়ে পরীক্ষায় পাশ করতে পারেননি। পরে পাকিস্তানের লাহোর থেকেই নাকি ডিগ্রি নিয়েছেন। জুনায়েদের দাবি, একটি নয়, একাধিক মিথ্যাচার করেছেন আদনান। তিনি বলেন, তার ভাই জন্মস্থান নিয়েও মিথ্যাচার করেছেন। রাওয়লপিন্ডিতে জন্ম, কিন্তু বলে বেড়িয়েছেন তিনি ইংল্যান্ডে জন্মেছেন।

একগুচ্ছ অভিযোগে ভর্তি পোস্ট দেন তার জুনায়েদ। যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেছেন জুনায়েদ।

এটিএম/

Exit mobile version