Site icon Jamuna Television

রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত

রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানার জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। দুই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার (৯ এপ্রিল) এ রায় দেন। এর আগে সকালে এই মামলায় সোহেল রানাকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট সুফিয়া খাতুন এ আবেদন করেন।

গত ৬ এপ্রিল রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানান আইনজীবীরা। তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে গত বছরের ১ মার্চ রুল জারি করেছিলেন হাইকোর্ট।

এসজেড/

Exit mobile version