Site icon Jamuna Television

এখন ‘ইন্ডিয়ান আইডল’র সবটাই সাজানো, ফাঁস করলেন সঞ্চালক মিনি

ইন্ডিয়ান আইডল শুরু হওয়ার পর থেকে ৬টি সিজনের সঞ্চালকের দায়িত্ব পালন করছেন মিনি মাথুর। কিছুদিন আগে শেষ হলো সিজন ১৩। গত কয়েক বছর ধরে সঞ্চালনার দায়িত্বে আছেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। এরই মধ্যে এই গানের রিয়্যালিটি শো নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক সঞ্চালক করলেন মিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মিনির সোজা সাপটা কথা, এখন ইন্ডিয়ান আইডলের সবটাই বানানো। গল্প তৈরি করে তা দেখানো হয়। সম্প্রতি, জনপ্রিয় সঞ্চালক সাইরাস বারোচার পডকাস্ট শোয়ে এসে মিনি বলেন, এখন তো ইন্ডিয়ান আইডলের সবটাই বানানো। খানিকটা আক্ষেপের সূরে বলেন ,আগে প্রতিযোগীদের বাড়িতে দাওয়াত করে খাওয়াতাম। এখন তা একেবারেই অবাস্তব বলে হয়।

মিনি আরও বলেন, অনেক সময় দেখানো হয়, প্রতিযোগীদের বাবা-মা চলে আসছেন, মূলত সেটিও থাকে সাজানো। সবাই আগে থেকেই জানেন, কে কখন আসবে। সব জানা সত্ত্বেও অবাক হওয়ার ভান করতে হতো।

ইন্ডিয়ান আইডল নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। এর আগে অমিত কুমার এসেছিলেন, অতিথি হয়ে। তিনিও একই ধরনের কথা তুলেছিলেন এই শো নিয়ে। তবে বিতর্ক যতই থাক। শো খুব ভালোই চলছে।

এটিএম/

Exit mobile version