Site icon Jamuna Television

প্রাণনাশের হুমকির জেরে নতুন বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

কিছুদিন আগেই প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। ইমেইলে হুমকি পাঠানো হয় সালমানকে। মেইলে বলা হয়, সালমানের সাথে সামনাসামনি দেখা করতে চান বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। হুমকি দেয়ার পরপরই বাড়ানো হয় নিরাপত্তা। রাতারাতি বাড়ানো হয় নিরাপত্তাকর্মীর সংখ্যা। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

এবার এরইমধ্যে শোনা যাচ্ছে, নিজের নিরাপত্তার কথা ভেবে নতুন বুলেটপ্রুফ গাড়ি কিনলেন ভাইজান। সম্প্রতি নিশান পেট্রোল এসইউভি নামের মাল্টি-স্পেশ্যালিটি বুলেটপ্রুফ ওই গাড়িতে এই অভিনেতাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে বলে খবর বেরিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

গাড়িটি বিক্রির জন্য এখনো ভারতের বাজারে আসেনি। তারমানে সালমানকে গাড়িটি আমদানি করতে হয়েছে। আগের বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০ গাড়ির বদলে এখন নতুন নিশানটিতে চড়েই ‘কিসি কা ভাই, কিসি কি জান’র প্রচারে বেরুচ্ছেন ‘বলিউড ভাইজান’।

এটিএম/

Exit mobile version