Site icon Jamuna Television

আইপিএল খেলতে সন্ধ্যায় রওনা হচ্ছেন লিটন দাস

ছবি: সংগৃহীত

অবশেষে সন্ধ্যায় আইপিএল খেলতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার লিটন কুমার দাস। আজ (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের ফ্লাইটে কলকাতার উদ্দেশে রওনা দিবেন তিনি।

জাতীয় দলের কমিটমেন্টের জন্য শুরু থেকেই কলকাতায় খেলা হয়নি না লিটন দাসের। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে অ্যাওয়ে সিরিজের জন্যও এই উইকেটরক্ষক ব্যাটারকে পাবে না কেকেআর। তাই ফ্র্যাঞ্চাইজিটির তরফ থেকে লিটনকে অনুরোধ জানানো হয়, তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় তারা। কিন্তু, জাতীয় দলের ব্যস্ততার বাইরে বাকি সময়টুকু আইপিএলে খেলতে চান টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার। বিসিবিও সেভাবেই অনাপত্তিপত্র দিয়েছে।

সাকিব আল হাসানের পরিবর্তে নতুন একজন বিদেশি ক্রিকেটার হিসেবে ইংলিশ হার্ড হিটার ওপেনার জেসন রয়কে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। লিটন দাসকে তাই আইপিএল অভিষেক কিংবা দলে জায়গা পাকাপোক্ত করতে বেশ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই হয়তো যেতে হবে।

টেস্ট দলে না থাকায় আগেই আইপিএল খেলতে গেছেন দিল্লি ক্যাপিটালসের মোস্তাফিজুর রহমান। আর, আইপিএলের এবারের আসরে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন: এবারের আইপিএলে খেলবেন না সাকিব

/এম ই

Exit mobile version