Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে ২০ কেজি গাঁজাসহ কারবারি আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গাঁজা ও ফেন্সিডিলসহ মনির হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও দুই বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জে মাদক বিরোধী অভিযান চালানোর সময় মনির হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক মনির লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মনির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করতো। জেলায় মাদক নিয়ন্ত্রণে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএআর/

Exit mobile version