Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে মেঘনায় মাছ শিকারে নেমে ১৩ জেলে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে নামায় ১৩ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪০ কেজি জাটকা ও ৩টি নৌকা জব্দ করা হয়।

রোববার (৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুস সালেহীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১০ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অপ্রাপ্তবয়স্ক বিবেচনায় ৩ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান পরিচালনা করেন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ওই জেলেদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দকৃত জাটকাগুলো মেঘনাপাড়ের অসহায়দের মাঝে বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। মার্চ-এপ্রিল দু’মাস নিষেধাজ্ঞাকালীন নদীতে মাছ শিকার করলে ৫ হাজার টাকা জরিমানা ও সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এএআর/

Exit mobile version