Site icon Jamuna Television

ঈদের ১১ দিন বাল্কহেড চলাচলে পুলিশের নিষেধাজ্ঞা

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এগারো দিন নৌ পথে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। ঈদের আগের ও পরের পাঁচ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রোববার (৯ এপ্রিল) সকালে একথা জানান নৌ পুলিশ প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। মালিক, শ্রমিক ও বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সাথে মিটিং শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নৌ পুলিশ প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কোনো নৌযান অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারবে না। ঈদের এই সময়ে বুড়িগঙ্গা নদীর খেয়া পারাপার বন্ধ রাখার অনুরোধও জানিয়েছেন তিনি। বলেন, স্পিডবোট নদীপথের আরেক ঝুঁকির কারণ। যদিও পদ্মাসেতু তৈরিতে এর প্রভাব অনেকটাই কমে গেছে। তারপরও স্পিডবোট চলাচলে বিশেষ নজরদারির কথা জানান তিনি।

আরও পড়ুন: তৃতীয় দিনের মতো অনলাইনে চলছে রেলের অগ্রিম টিকিট বিক্রি

/এম ই

Exit mobile version