Site icon Jamuna Television

অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রাজধানী সুপার মার্কেট: ফায়ার সার্ভিস

ওয়ারীর রাজধানী সুপার মার্কেট অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। তবে সেখানে অগ্নি প্রতিরোধে কিছু ব্যবস্থা নেয়া আছে। এ কথা বলেছেন ঢাকা-১ জোন ফায়ার সার্ভিসের প্রধান বজলুর রশিদ।

রোববার (৯ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিসের ওয়ারী জোন এবং গোয়েন্দা সংস্থা এনএসআই সদস্যরা মার্কেটটি পরিদর্শন করেন। দোকান মালিক সমিতির উপস্থিতিতে জনবহুল মার্কেটের ঝুঁকিপূর্ণ দিকগুলো পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস জানায়, ২০১৯ সালে একবার আগুন লাগে এই মার্কেটে। তখন কিছু নির্দেশনা দেয়া হয়েছিল। সেগুলোর কিছু বাস্তবায়ন হয়েছে তবে তা পর্যাপ্ত নয়। বঙ্গবাজারের মতো এই মার্কেটের অধিকাংশ স্থাপনা টিনশেডের, তাই অগ্নিকাণ্ডের জন্য মার্কেটটি ঝুঁকিপূর্ণ।

তবে মার্কেট কর্তৃপক্ষের দাবি, ভেতরের গলিগুলো বড় এবং মার্কেটের ভিত ও পিলার পাকা হওয়ায় বঙ্গবাজারের মতো খারাপ পরিস্থিতি এখানে নেই।

আরও পড়ুন: বঙ্গবাজারের পোড়া কাপড় কিনে নিলামে তুলছে বিন্দানন্দ ফাউন্ডেশন, দেয়া হবে ২ কোটি টাকার সহায়তাও

/এম ই

Exit mobile version